রাজধানীবাসীর জন্য সাড়ে ৪ লাখ টিকা বরাদ্দ

০২ ফেব্রুয়ারী ২০২১

রাজধানী ঢাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে চার লাখ করোনা টিকা। সবাইকে  টিকা নিতে আগ্রহী করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) সব জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজ পরিচালকদের সঙ্গে  অনলাইন সভা শেষে এই বিষয়ে কথা বলেন সেব্রিনা। তিনি আরও বলেন, যারা টিকা নিলে জনগণ উদ্বুদ্ধ হবেন, তাদের টিকা কার্যক্রমের প্রথম দিকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন রেজিস্ট্রেশন চলছে। 

 

এমআই

 


মন্তব্য