পশু ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ

০২ ফেব্রুয়ারী ২০২১

দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি থাকলেও গবাদি পশু ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে । পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জন করেছে। জাতীয় সংসদের চলমান অধিবেশনে সোমবার (১ ফ্রেবুয়াররি) প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। রেজাউল করিম আরও জানান, বর্তমানে দেশে বছরে ৪৩ লাখ ৪১ হাজার টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন ৪৩ লাখ ৮৪ হাজার টন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর