তাকে ছাড়া  আমি বাঁচতে পারি না : সানিয়া

০২ ফেব্রুয়ারী ২০২১

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের  সঙ্গে একটি ছবি পোস্ট করে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘এই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁকেসহ বা তাকে ছাড়া  আমি বাঁচতে পারি না। 

সামনের বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম, কিন্তু যেরকম বলে না, আজ জন্মদিন আর শুভেচ্ছা না জানালে সেটা পূর্ণ নয়। ঠিক আছে। তোমাকে ভালোবাসি। বাই।’

২০১০ সালের ১২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। ২০১৮ সালে তাদের সন্তান ইজহান মির্জা-মালিক জন্মগ্রহণ করে।


মন্তব্য
জেলার খবর