মন্তব্য
আল্ট্রাভায়োলেট রশ্মীর মাধ্যমে করোনা ধ্বংসে এবার রোবট উদ্ভাবন করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইয়োবিটেক। শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্যই মূলত এই রোবট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ডেলওয়্যারে পরীক্ষামূলক প্রকল্পে এই রোবটের ব্যবহার শুরু হয়েছে।
সেন্সরের মাধ্যমে ক্লাসরুম জীবাণুমুক্ত করবে এই রোবট। রোবট থেকে নির্গত আল্ট্রাভায়োলেট লাইট ৯৯ শতাংশ করোনার আরএনএ ও ডিএনএ'র বিরুদ্ধে কাজ করতে সক্ষম বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
এডিবট মূলত দুটি রোবট। একটি নিজে নিজে চলতে পারে অপরটি স্থির। কয়েকটি স্তরের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করবো। সেন্সর ব্যবহার করে এটি স্প্রে করবে। এডিবটের স্থির রোবটের দাম পড়বে ২০ হাজার ডলার অন্যদিকে চলনশীল রোবটের দাম পড়বে ৪০ হাজার ডলার।