মন্তব্য
মাটি কেটে কুয়োর মধ্যে চলছিল পোড়ামাটির পাট বসানোর কাজ। প্রায় ২৫ ফুট নিচে নেমে সেই কাজ করছিলেন বাপ্পা বিশ্বাস। হঠাৎই ধস নেমে একেবারে নিচে চাপা পড়ে যান পঁচিশ বছরের ওই যুবক। প্রায় আধা ঘণ্টা মাটির নিচে চাপা পড়ে ছিলেন ওই যুবক। পরে সবার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
১ ফেব্রুয়ারি মাটির নিচে এতক্ষণ চাপা থাকার পরও অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার নতুন বুইচা এলাকায়। বাপ্পা বিশ্বাসের বাড়ি ফুলিয়ার খামারপাড়ার অরবিন্দপল্লিতে। বছর তিনেক ধরে নির্মাণ শ্রমিকের কাজ করেন তিনি। প্রথমে শরীরিক অবস্থা খারাপ থাকলেও এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
সংবাদ প্রতিদিন