ভাইবোনদের জন্য ফ্ল্যাট কিনলেন কঙ্গনা

০৩ ফেব্রুয়ারী ২০২১

ভাইবোনদের জন্য ফ্ল্যাট কিনে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।  চণ্ডীগড় বিমানবন্দরের পাশে রঙ্গোলি চান্দেল, অক্ষত রানাওয়াত এবং আরও ২ তুতো ভাইয়ের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন বলিউড কুইন। ৪ কোটি দিয়ে পরপর ওই ৪টি ফ্ল্যাট কঙ্গনা কিনে ফেলেন তিনি। 

ভাই-বোনদের সঙ্গে সব সময়ই ভাল সম্পর্ক কঙ্গনা রানাওয়াতের। দিদি রঙ্গোলি চান্দেলের মানালিতে যে বাড়ি রয়েছে, তা নিজের হাতে সাজিয়ে দিয়েছেন কঙ্গনা।  ভাই অক্ষতের বিয়েও নিজের হাতে দিয়েছেন কঙ্গনা। ভাইয়ের বিয়ের পর আপাতত ৪ জনের জন্য নতুন ফ্ল্য়াট গোছাতে শুরু করেছেন অভিনেত্রী। 


মন্তব্য
জেলার খবর