মন্তব্য
ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার খবরে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। টোকিও ও হংকং শেয়ার বাজারে সবচেয়ে বেশি পতন হয়েছে।
শুক্রবার জাপানের নিককেই শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৫ শতাংশ এবং হংকং শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৬ শতাংশ।
রাশিয়ার সেনাদের বোমাবর্ষণের কারণে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। এটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তা বলেন, শুরুতে তাদের সেখানে ঢুকতে দেয়া হচ্ছিল না। পরবর্তীতে তারা সেখানে ঢুকতে পারে এবং আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন নেভানোর খবরে এশিয়ার শেয়ার বাজারগুলোতে অনেক বিনিয়োগকারীর মনে আবারও আস্থা ফিরে আসে।
সূত্র: আল-জাজিরা।