আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ সেনাবাহিনীর

০৩ ফেব্রুয়ারী ২০২১

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার তারা বলেছে, এটা বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ফাটল ধরানোর পদক্ষেপ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনটির তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সদরদপ্তর।’ 

এতে বলা হয়, সেনাবাহিনী মনে করে বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ফাটল ধরানো ও জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ওই প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে আরে বলা হয়, যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে। ‘আল জাজিরার ওই প্রতিবেদনে মন্তব্যকারীরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া ডেভিড বার্গম্যান, মাদকাসক্তির অভিযোগে বাংলাদেশ সামরিক একাডেমি থেকে বহিষ্কার হওয়া প্রাক্তন ক্যাডেট জুলকারনাইন সায়ের খান (প্রতিবেদনে সামি হিসেবে চিত্রিত) ও কুখ্যাত নেতা নিউজের চিফ এডিটর তাসনিম খলিল। উদ্দেশ্যপ্রণোদিত ও স্বার্থান্বেষী ওই ব্যক্তিত্বদের মধ্যে যোগসাজশ তাদের অতীতের পরিচয়পত্রগুলোতে স্পষ্টভাবে দৃশ্যমান।’

প্রতিবাদলিপিতে সেনা সদরদপ্তর আরও জানায়, এটা স্পষ্ট নয় যে আল-জাজিরার মতো একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল কীভাবে নিজেদের এই ধরনের স্বার্থান্বেষী গোষ্ঠীর অপরাধী লোকের সাথে সংযুক্ত করতে পারে। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অফিশিয়াল, সামাজিক ও ব্যক্তিগত ইভেন্টের (ঘটনা) ক্লিপ একত্র করে ভিডিও প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি সংযোগবিচ্ছিন্ন ঘটনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস প্রদান করে একসঙ্গে সম্পাদনা করা হয়েছে।


মন্তব্য
জেলার খবর