মন্তব্য
পিট ব্যাটিগিগ নামে একজন সমকামীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে পরিবহনমন্ত্রী পদে সিনেট মঙ্গলবার তার মনোনয়ন নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী পিট ব্যাটিগিগ একজন প্রকাশ্য সমকামী।
পিট ব্যাটিগিগ সিনেটে তার মনোনয়ন ৮৬ ভোটে নিশ্চিত করেন। বিপক্ষে পড়ে ১৩ ভোট। বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সী মন্ত্রী তিনি। ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন পিট ব্যাটিগিগ। পিটের বিজয়ে সমকামী মহলগুলোও উচ্ছ্বসিত।