রিহানাকে নির্বোধ বললেন কঙ্গনা

০৩ ফেব্রুয়ারী ২০২১

মঙ্গলবার রাতে দিল্লির কৃষক কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেন জনপ্রিয় মার্কিন পপ-তারকা রিহানা। ক্যাপশনে প্রশ্ন তোলেন, “কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?”

সেই টুইট শেয়ার করেই কঙ্গনা লেখেন, “কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন না কারণ এরা কৃষক নয়, সন্ত্রাসবাদী। যারা দেশকে ভাগ করতে চাইছে। যাতে চীন সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ দখল করে নিতে পারে। আর সেখানে চীনা উপনিবেশ তৈরি করতে পারে। ঠিক যেমন আমেরিকার ক্ষেত্রে হয়েছিল… তাই চুপ করে থাকো, আমরা তোমাদের মতো নির্বোধ নই যে নিজেদের দেশকে বেচে দেব।”


মন্তব্য
জেলার খবর