রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার জন্য ‘রাশিয়ার কাউকে’ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর।
ফক্স নিউজ টিভির উপস্থাপক শন হ্যানিটিকে রিপাবলিকান দলের এ সিনেটর বলেন, রাশিয়ার যে কেউ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করবে। আর এভাবেই এ লোকটি বিদায় নেবে। পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। একটি টুইট বার্তায় তিনি বলেন, একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে, তারা হলো রাশিয়ার জনগণ।
এ সিনিয়র সিনেটর কখনও কখনও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি সিনেটর পুনর্নির্বাচিত হন।
সূত্র: এএফপি ও তাস