ভর্তিকালে জমা দিতে হবে জন্ম নিবন্ধন সনদ

০৩ ফেব্রুয়ারী ২০২১

প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তিকালে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে। এই সনদ অনুযায়ী পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশন করা হবে। ফলে ইচ্ছেমতো শিক্ষার্থীর বয়স কমানোর সুযোগ বন্ধ হবে।এই বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের  নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ভর্তির ক্ষেত্রে জন্ম সনদ সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকে নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়- গত ১০ ডিসেম্বরের একটি সভায় নীতিবহির্ভূতভাবে শিক্ষার্থীর বয়স কমানোর প্রবণতা দূর করতে একটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে জানানো হয়- শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ, সংরক্ষণ ও পাবলিক পরীক্ষায় পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় এর ব্যবহার নিশ্চিত করতে হবে। নীতি বহির্ভূতভাবে শিক্ষার্থীর বয়স কমানোর প্রবণতা রোধকল্পে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 

 

এমআই


মন্তব্য
জেলার খবর