মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা চলছে। তবে যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সততা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করলে অবশ্যই দেশের উন্নতি করা যায়। আমরা সুষ্ঠু ও পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর সুফল এই দেশের মানুষ পাবে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে টানা সরকার গঠন করার কারণে উন্নয়ন কাজগুলো দৃশ্যমান হয়েছে। উন্নয়ন করার ইচ্ছা থাকলে তা করা যায়। আমরা তা প্রমাণ করেছি। সরকার প্রধান বলেন, দেশের মানুষের উন্নয়ন হচ্ছে, কল্যাণ হচ্ছে। এই কারণে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছে।
এমআই