আরেকটু নিয়ন্ত্রণে এলেই স্কুল-কলেজ  খুলে দেবো: প্রধানমন্ত্রী

০৩ ফেব্রুয়ারী ২০২১

করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরেকটু নিয়ন্ত্রণে এলেই আমরা স্কুল-কলেজ সব খুলে দেবো। তখন ছেলে-মেয়েরা আরও সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)  এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা অব্যাহত রাখতে অনলাইনে পাঠ চলমান রয়েছে। আমরা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছি। তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। শতভাগ পাসের ব্যবস্থা হয়েছে। এতে স্কুল-কলেজে যেতে না পারার যে দুঃখ ছিল তা দূর হবে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর