সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদো

০৪ ফেব্রুয়ারী ২০২১

মঙ্গলবার কোপা ইতালিয়ার সেমিফাইনালে জোড়া গোল করে আবারও চায়ের কাপে ঝড় তুলেছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা অনেক হিসাব-নিকাশ করে বের করেছে- প্রতিযোগিতামূলক ফুটবলে ৭৬৩ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। 

মার্কার হিসাবে সমান ৭৬২ গোল নিয়ে এতদিন শীর্ষ চূড়ায় থাকা দুই কিংবদন্তি পেলে ও জোসেফ বাইকানকে গত পরশু রাতে ছাড়িয়ে গেছেন রোনালদো। 


মন্তব্য
জেলার খবর