মন্তব্য
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর মঙ্গলবার প্রথম বৈঠক করেছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। নভেম্বরের নির্বাচনে জালিয়াতি নিয়ে সু চির সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছিল।
ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সু চির দল এনএলডি। এটি প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে সেনাবাহিনী।
বৈঠকে জেনারেল মিং অং হ্লাইং সামরিক শাসন অপরিহার্য ছিল উল্লেখ করে বলেন, ‘বহুবার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি। সে কারণেই আমরা এই পথ বেছে নিতে বাধ্য হলাম।’