মন্তব্য
আগের দিনের চেয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তাপমাত্রা অল্প কিছুটা বেড়েছে। তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।আগের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিভাগীয় শহর ঢাকায় তাপমাত্রা ১১ দশমিক ৭, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১১ দশমিক ২, সিলেটে ১১, রাজশাহীতে ৬ দশমিক ৯, রংপুরে ৯, খুলনায় ১০ দশমিক ৫ ও বরিশালে ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া অঞ্চলগুলোর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
এমআই