মন্তব্য
সবাইকে করোনার টিকা নেওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সুস্থ থাকুন, দেশকে সুস্থ রাখুন। টিকাটি নেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অ্যাপে না পারলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এমনকি টিকাদান কেন্দ্রে এসেও নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সব ব্যবস্থাই আছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এরইমধ্যে সব জেলায় টিকা পৌঁছে গেছে। উপজেলা পর্যায়ে যাবে খুব তাড়াতাড়ি। ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য বিভাগ। তিনি বলেন, সব টিকারই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অক্সফোর্ডের টিকারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে এই টিকা অনেক নিরাপদ।
এমআই