কাজটা একটু চ্যালেঞ্জিং ছিলো : শ্রীলেখা

০৪ ফেব্রুয়ারী ২০২১

মার্কিন লেখক উইলিয়াম সিডনির ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাগি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বিটার লাইফ’।

এই সিনেমায় শুধু পরিচালক বা অভিনয়েই পাওয়া যাবে না শ্রীলেখাকে। পাশাপাশি আর্ট ডিরেকশন ও কস্টিউমের দায়িত্বও পালন করেছেন তিনি।

শ্রীলেখা মিত্র জানান, এই সিনেমায় শুধু অভিনয় আর পরিচালনা নয়, গল্প, চিত্রনাট্যও আমার। পাশাপাশি আর্ট, কস্টিউম ডিপার্টমেন্টটাও দেখতে হয়েছে। তাই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিলো।


মন্তব্য
জেলার খবর