মন্তব্য
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে গিয়ে গোলাগুলিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই সদস্য নিহত হয়েছেন।
ফ্লোরিডায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি। আসামির গুলিবর্ষণের একপর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই।
গোলাগুলির এ ঘটনায় এফবিআইয়ের আরো তিন সদস্য আহত হয়েছেন। গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমস্ ও সিবিএস নিউজ