গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। শনাক্তের এ সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে দুই দশমিক ১১ শতাংশ নমুনায়। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। শনিবার (৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৭৭ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ছয় হাজার ৮০৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪১।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪১৪টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৪৬৩টি। মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন আর নারী ছয় জন। বিভাগের মধ্যে আট জন ঢাকার, বরিশালের দুই জন আর চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহের একজন। সরকারি হাসপাতালে ১২ জন আর বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
এমকে