মন্তব্য
মডেলিং, উপস্থাপনা, ধারাবাহিকে অভিনয় এবং তারপর ফিল্ম। ২০০৬ সাল থেকে ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছিলেন সৌম্যা টন্ডন। আর সে বছর থেকেই সাফল্য যেন তার পা ছুঁয়ে ফেলে। এই চার ক্ষেত্রের মধ্যে প্রথম তিন ক্ষেত্রেই সফল সৌম্যা। শুধু মাত্র ফিল্মে সে ভাবে জমাতে পারেননি তিনি।
ধারাবাহিকে ২০০৬ সাল থেকে কাজ করেন। এর এক বছরের মধ্যেই আবার ফিল্মেও সুযোগ পেয়ে যান। ‘জব উই মেট’-এ কারিনা কাপুরের বোনের ভূমিকায় দেখা গিয়েছিল সৌম্যাকে। ছোট পর্দা থেকে এত তাড়াতাড়ি বড় পর্দায় সুযোগ পাওয়ার উদাহরণ খুব কম রয়েছে ইন্ডাস্ট্রিতে।
আনন্দবাজার