সর্বকনিষ্ঠ পাইলট কাশ্মিরের আয়েশা

০৪ ফেব্রুয়ারী ২০২১

ভারতের কনিষ্ঠতম পাইলট আয়েশা আজিজ। মাত্র ২৫ বছর বয়সেই প্লেন চালানোর লাইসেন্স পেয়ে গেছেন কাশ্মীরী তরুণী। তার এই সাফল্যে রীতিমতো গর্বিত গোটা উপত্যকা।

২০১১ সালে মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসেবে মিগ-২৯ যুদ্ধবিমান উড়িয়ে তাক লাগিয়েছিলেন আয়েশা। পরে গ্র্যাজুয়েট হন বম্বে ফ্লাইং ক্লাব থেকে। এরপর ২০১৭ সালে পান কমার্শিয়াল লাইসেন্স।

বর্তমান


মন্তব্য
জেলার খবর