রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাকে করে ওএমএস’র চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে প্রতিদিন চার টন হারে চাল বিক্রি হবে।বুধবার (৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওএমএস খাতে ঢাকা মহানগরে অ, ই, ঈ ক্যাটাগরি ভিত্তিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ১ থেকে দেড় মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে। শ্রমঘন ৪টি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) মোট ১৪৭টি কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন করে আটা এবং ১ মেট্রিক টন করে চাল বিক্রি হচ্ছে। অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২টি বিক্রয় কেন্দ্রে দৈনিক ১ মেট্রিক টন করে চাল এবং ১ মেট্রিক টন করে আটা বিক্রি হচ্ছে। আর ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয় প্রাঙ্গণে দৈনিক ২ মেট্রিক টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকায় দৈনিক কেন্দ্রপ্রতি ১ মেট্রিক টন করে প্যাকেট আটা বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, ১লা ফেব্রুয়ারি থেকে ওএমএস কর্মসূচি শুরু হয়েছে।
এমআই