আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দুই শর্তে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় থাকার সুযোগ পান বেগম জিয়া। এদিকে তার মুক্তির মেয়াদ নতুন করে বাড়ানো জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, সরকারের নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১-উপধারায় সাজা স্থগিত করায় বেগম খালেদা জিয়া প্রথমে ছয় মাস মেয়াদে মুক্তি পেয়েছিলেন। পরবর্তীতে চার দফায় এ মেয়াদ বাড়ানো হয়।
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে তার বোন সেলিনা ইসলাম গণমাধ্যমকে বলেন, কবে আবেদন করার হবে তা এখনও ঠিক হয়নি। তাদের ভাই শামীম ইস্কাদার বিষয়টি দেখছেন। তিনি আরো জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো না।
এমকে