মুসলমান দেশগুলোর দোষ প্রকাশই আল জাজিরার কাজ

০৪ ফেব্রুয়ারী ২০২১

কাতারের দোহাভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা বাংলাদেশের ভালো দেখতে পারে না। শুধু বাংলাদেশ না, মুসলমান দেশগুলোর সব দোষ খুঁজে বের করা এই গণমাধ্যমের কাজ। সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজ দফতরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলাদেশ নিয়ে সদ্য প্রচারিত প্রতিবেদনের বিষয়ে আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে সরকারের তরফ থেকে। দেখি কীভাবে, কী করা যায়। তথ্যগত যদি ভুল থাকে, সে বিষয়ে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া যাবে। তিনি বলেন, অনেকের ধারণা, কেউ তদের টাকা দিয়েছে এবং এজন্য তারা এই প্রোগ্রাম করেছে। আল জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং মনে হচ্ছে এটি ফেক নিউজ। সংবাদ প্রচারে আল জাজিরা আরও দায়িত্ববান হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এমআই


মন্তব্য
জেলার খবর