মন্তব্য
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অনেক দেশের তুলনায় আমাদের দেশে চাষযোগ্য জমির পরিমাণ মাথাপিছু কমেছে। দেশে জনসংখ্যার ঘনত্বও পৃথিবীর সর্বোচ্চ। তারপরও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ নাজমানারা খানুম, জাপানের রাষ্ট্রদূত মি. নাকোই ইটো, ইআরডির অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমআই