গাফিলতির কারণে প্রকল্পের সময় ও অর্থ বাড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতেও সতর্ক হতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (৩ ফেব্রুয়ারি) অনলাইনে হয় এই বৈঠক। প্রধানমন্ত্রী গণভবন থেকে আর সংশ্লিষ্ট মন্ত্রীরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে বৈঠকে অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীতে অনুমোদন দেওয়ার সময় এই নির্দেশনা দেওয়া হয়।পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের ভিত্তিতে নির্দেশনাটি দিলেও মূলতঃ সব প্রকল্পের ক্ষেত্রেই বলেছেন প্রধানমন্ত্রী।
এমআই