চলতি মাসের শেষ দিকে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছে, আগের দুই দিন চলতি শীত মৌসুমের তাপমাত্রা সবচেয়ে কম থাকলেও বুধবার (৩ ফেব্রুয়ারি) তাপমাত্রা বাড়ছে। শীত আরও কিছু দিন থাকলেও এই সপ্তাহের পর দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সোমবার , শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিভাগীয় শহর ঢাকায় ১৪ দশমিক ১, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে ১৩, সিলেটে ১৩ দশমিক ২, রাজশাহীতে ৭ দশমিক ৫, রংপুরে ১০ দশমিক ২, খুলনায় ১০ দশমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগসহ সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
এমআই