মন্তব্য
মিয়ানমারের তরুণ প্রজন্ম সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামবে, নাকি নামবে না—মূলত এমন এক দ্বিধা নিয়ে সময় পার করছে । এই দ্বিধার এক পক্ষে আছে গণতন্ত্রের তাড়না, আরেক পক্ষে গ্রেপ্তার আতঙ্ক।
এই প্রজন্মের কেউ কেউ বলছে, গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তাদের আছে, কিন্তু এ জন্য পেছনে যে নেতা কিংবা নেতৃত্ব দরকার, তা এই মুহূর্তে নেই।
তরুণরা বলছে, নির্বাচনে কারচুপির যে অভিযোগ সামরিক বাহিনী তুলেছে, তা ভিত্তিহীন। দেশটির নির্বাচন কমিশনও বলেছে, বড় ধরনের কারচুপির প্রমাণ মেলেনি।
এএফপি