ক্রাউডফান্ডিংয়ে অর্থ তুলছেন যৌনকর্মীরা

০৫ ফেব্রুয়ারী ২০২১

মহামারি পরিস্থিতিতে নেদারল্যান্ডের আমস্টারডামে পতিতালয়গুলো বন্ধ রয়েছে। এ কারণে অর্থাভাবে থাকা সেখানকার যৌনকর্মীদের জন্য অর্থ উত্তোলনের উদ্দেশ্যে ফেসবুকে ক্রাউডফান্ডিং পেজ চালু করা হয়েছে।   ইন্টারনেট ব্যবহার করে কোনো উদ্দেশ্যে বহু মানুষের কাছ থেকে অল্প পরিমাণে টাকা তোলতে এসব পেজ ব্যবহার করা হচ্ছে।

করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার জেরে ডাচ সরকার যৌনকর্মীদের শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। যদিও আমস্টারডামে যৌনকর্মীদের কাজ করার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। নেদারল্যান্ডের যৌনকর্মী হিলা ডে যৌনকর্মীদের জন্য অর্থ তোলার ব্যাপারে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ তোলার চেষ্টা করছেন।

 নিউজ ট্রাস্ট


মন্তব্য
জেলার খবর