বাংলাদেশে প্রভাব ফেলবে না নিম্নচাপ

০৫ মার্চ ২০২২

বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিমে পরিণত হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশে খুব একটা প্রভাব ফেলবে না। কারণ এটি ভারতের উপকূলের একেবারে কাছাকাছি অবস্থান করছে।  গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদ নাজমুল হক।

প্রাপ্ত তথ্য বলছে, নিম্নচাপটি ভারতের উপকূলের কাছাকাছি থাকায় চট্টগ্রাম ও বরিশালসহ আশেপাশের এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এর আগে  দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকার অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। অন্যদিকে  শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে টেকনাফে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এমকে

 


মন্তব্য
জেলার খবর