দেশে বৈষম্য বেড়েছে: জিএম কাদের 

০৫ ফেব্রুয়ারী ২০২১

দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে বলে মনে করেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বলেছেন, ’৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণেই এই পরিস্থিতি। 

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)   জাতীয় পার্টিতে  ডেফট গ্রুপের পরিচালক মাইদুল ইসলাম টেক্কার যোগদানকালে এই মন্তব্য করেন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে  গিয়ে দলটিতে যোগ দেন টেক্কা। জিএম কাদের বলেন,  কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। অন্য দিকে কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের প্রতিবাদেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু  দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দফতর সম্পাদক এমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

এমআই


মন্তব্য
জেলার খবর