৬ দফা দাবি বাস্তবায়নে মৎস্যজীবীদের মানববন্ধন

০৫ ফেব্রুয়ারী ২০২১

বদ্ধ জলমহালের ইজারা প্রথা বাতিল ও সব নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। মৎস্য অধিদফতরের মহাপরিচালকের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি । বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মৎস্য ভবনের সামনে এই মানববন্ধন হয়।মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়া হয়।

 

বাকি দাবিগুলো হচ্ছে—  মৎস্য বিভাগের সব প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, খাদ্য সহায়তা, আশ্রয়ন প্রকল্প, সুদমুক্ত ঋণ, বদ্ধ জলমহালের আয়তন ঠিক রেখে টোকেন ফি’র মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী জেলেদের সংগঠনের নামে বরাদ্দ দেওয়া; ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দেওয়া; খুলনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের আলোর কোল, দুবলাচর, সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের ভিজিএফের আওতায় আনা;  মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে ভিজিএফ দেওয়া এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে পাঁচ লাখ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য দেন— সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া, শামসুদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হারুন আকন, ঢাকা বিভাগীয় সভাপতি এইচ এম ইউনুছ মিয়া, রংপুর বিভাগীয় সদস্য সচিব নজরুল হক প্রমুখ।

 

এমআই


মন্তব্য
জেলার খবর