২১ জন পাচ্ছেন একুশে পদক

০৫ ফেব্রুয়ারী ২০২১

তিন ভাষাসৈনিকসহ ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়া হচ্ছে এবার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানস্বরূপ এই পুরস্কার। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। 

 

একুশে পদকপ্রাপ্তরা হলেন- ভাষাসৈনিকদের মধ্যে মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর), অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর); মুক্তিযোদ্ধাদের মধ্যে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, সৈয়দা ইসাবেলা (মরণোত্তর); সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও  গোলাম মুরশিদ, শিল্পকলা ও সংগীতে পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, অভিনয়ে সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে  সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যয় (আবৃত্তি) ও আলোকচিত্রে পাভেল রহমান।

 

এমআই


মন্তব্য
জেলার খবর