দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প খরচে বেশি উৎপাদন কীভাবে হবে, তার জন্য গবেষণা দরকার। কোন এলাকায় কোন ফসল ভালো হয়, তার ম্যাপিং করাটাও জরুরি। রফতানিযোগ্য পণ্য উৎপাদন করতে হবে। মানুষের ক্রয়ক্ষমতা ও অভ্যন্তরীণ বাজার বাড়াতে হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ১০০ কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণার সঙ্গে যারা জড়িত, এটা দীর্ঘ সময় ধরে করতে হয়। সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও গবেষণা শেষ হয়ে যায় না। তবে গবেষণাটা কীভাবে চালিয়ে যেতে পারেন, সেটা ভাবতে হবে।
শেখ হাসিনা বলেন,তার সরকার সারা দেশে ১০০টি শিল্পাঞ্চল করেছে। এসব অঞ্চলে কৃষিপণ্য কাঁচামাল হিসেবে কীভাবে ব্যবহার করা যায় তা দেখতে হবে। কৃষিতে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হবে। খাদ্যের জন্য যেন হাত পাততে না হয়। খাদ্যের যেন অভাব না হয়। অন্য দেশকে যেন সাহায্য করতে পারি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারি, সেভাবে উৎপাদন করতে হবে। এসময় কৃষকের জন্য ন্যায্যমূল্যের ব্যবস্থা করা, কৃষি গবেষণায় সুযোগ-সুবিধা দেওয়া, কৃষিভিত্তিক সংস্থাগুলোর জনবল কাঠামো পুনর্গঠন করে স্বয়ংসম্পূর্ণ করা, কৃষিতে প্রণোদনার নতুন প্যাকেজ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করেন সরকার প্রধান।
এমআই