বায়ুদূষণ রোধে  তিন নির্দেশনা হাইকোর্টের

০৫ ফেব্রুয়ারী ২০২১

রাজধানী ঢাকায় বায়ুদূষণ রোধে তিনটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত একটি রিটের সঙ্গে সংযুক্ত সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশনা দেন। নির্দেশনাগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করে আদালতে হলফনামা দিতে হবে সংশ্লিষ্টদের।

 

নির্দেশনাগুলো হচ্ছে- ঢাকা শহরের প্রবেশমুখে (গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে) পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; রাস্তায় ওপর থেকে পানি ছিটাতে হবে, যেন রাস্তার পাশের ছোটখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয় এবং পানি ছিটানোর ক্ষেত্রে পানির ঘাটতি তৈরি হলে সিটি করপোরেশনকে তা সরবরাহ করতে হবে। প্রথম নির্দেশনাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে, দ্বিতীয় নির্দেশনাটি ঢাকা সিটি করপোরেশনকে এবং তৃতীয় নির্দেশনাটি  ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া হয়েছে।

 

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

 

প্রসঙ্গত,ঢাকার বায়ুদূষণ নিয়ে ২০১৯ সালের ২১ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে রিটটি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটটির সঙ্গেই সম্পূরক আবেদনটি করা হয়। 

 

এমআই


মন্তব্য
জেলার খবর