বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী নিধন এবং পাচার রোধে এই অ্যালার্ট। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সুন্দরবন বিভাগ থেকে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সুন্দরবনের বাঘ ও হরিণের চামড়াসহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করার পর এই অ্যালার্ট জারি করা হলো।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এই বিষয়ে বন বিভাগের সব স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িকে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বনরক্ষীদের। বনের ভেতরে টহলও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বনে ছোট ডিঙি নৌকা চলাচলের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব ধরনের পাস-পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বন বিভাগ। পাস-পারমিট নিয়ে যেসব জেলে-বাওয়ালীসহ বনজীবী বনের অভ্যন্তরে অবস্থান করছেন, তাদের বেরিয়ে আসার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
এমআই