গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৮৫ জনের।পাশাপাশি এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬১১ জন। শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৮।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ১৭৫ জন।সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৪ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৭২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৭৩টি। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৫ জন নারী। বিভাগ ভিত্তিক ঢাকায় ৭ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। প্রত্যেকেই মারা গেছেন হাসপাতালে।
এমআই