রিহানাকে নিয়ে দিলজিতের গান

০৫ ফেব্রুয়ারী ২০২১

কৃষক আন্দলোনকে সমর্থন করে ট্যুইট করায় এবার মার্কিন পপস্টার রিহানাকে নিয়ে গান গাইলেন দিলজিৎ দোসাঞ্জ। গানটির ইউটিউবের লিঙ্ক নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন অভিনেতা।

রিহানার প্রশংসা করে দিলজিৎ যখনই তাঁর নিজের গান প্রকাশ করেন, সেই সময় ভাইরাল হয়ে যায় অভিনেতার সেই ট্যুইট। 

কৃষক আন্দোলনের নামে কী চলছে ভারতবর্ষে? কেন কৃষক আন্দোলন নিয়ে কেউ কোনও মন্তব্য করছেন না, এমন প্রশ্ন তুলে ট্যুইটারে সরব হন মার্কিন পপস্টার রিহানা। 

জিনিউজ


মন্তব্য
জেলার খবর