'অডিও টেপ শুনে বমি করেছিলাম'

০৫ ফেব্রুয়ারী ২০২১

আর্জেন্টিনার কিংদবন্তি ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তদন্তকারীদের নজরদারিতে আছেন তার চিকিৎসক লিয়োপোল্ডো লিউক। তার সঙ্গে মনোবিদ অগাস্তিনা কোসাচভের ঠিক কী কথা হয়েছিল তা প্রকাশ করেছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।

চ্যাটিংয়ের এক পর্যায়ে মেসেজে লুক লিখেন, 'আমি রাস্তায় আছি। মনে হচ্ছে (ম্যারাডোনা) মারা গেছে। না, আমি বাজি ধরতে পারি, মারাই গেছে। সান আন্দ্রেজ দিয়ে, যে পথ দিয়ে আমরা সাধারণত আসি, তোমাকে সে পথ দিয়েই আসতে হবে।'

লিউকের মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন বড় মেয়ে ডালমা। আইনজীবী মাতিয়াস মোরলার দিকেও তিনি অভিযোগের তীর ছুড়েছেন। ডালমা বলেছেন, 'অডিও বার্তাগুলো শুনে বমি করে ফেলেছিলাম। সৃষ্টিকর্তার কাছে এর বিচার চাইছি।' ডালমার বোন জিয়ানিনা বলেছেন, 'যদি সত্য উদঘাটন হয়, তাহলে প্রত্যেককে যেন জেলে পাঠানো হয়।'


মন্তব্য
জেলার খবর