আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি: শচীন

০৫ ফেব্রুয়ারী ২০২১

ভারতের ক্রিকেট ঈশ্বর বলা হয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। কোটি কোটি ভারতীয় তাকে ঈশ্বরের মতোই শ্রদ্ধা করে। তবে গত মঙ্গলবার সন্ধ্যাবেলা 'ঐক্যবদ্ধ ভারত' বিষয়ে টুইট করে বিপদে পড়ে গেছেন শচীন টেন্ডুলকার।

কেউ কেউ রাগে শচীনের শেষ টেস্টের ছেঁড়া টিকিটের ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি আগে শচীনের ভক্ত ছিলাম। আজ থেকে সব শ্রদ্ধা হারালাম।'

শচীন টেন্ডুলকার লিখেছিলেন, 'ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাইরের লোকজন দর্শক হতে পারে, তবে অংশ নিতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি'।


মন্তব্য
জেলার খবর