মন্তব্য
ভারতীয় পুলিশের অভিযোগ দায়েরের পর নতুন আরেকটি টুইট করেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
সেখানে তিনি বলেন, ‘আমি কৃষকদের পাশেই আছি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনও বিদ্বেষ, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমার মতকে বদলাতে পারবে না’।
টুইটের শেষে লেখেন, ‘#ফার্মারসপ্রোটেস্ট’।
আনন্দবাজার পত্রিকা