মন্তব্য
আন্তর্জাতিকভাবে কাজ করা এটিএম-ক্রেডিট কার্ড থেকে টাকা নেয়ার একটি চক্র ইউরোপ আমেরিকা থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বুধবার স্পেনের পুলিশ জানায়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
স্পেনের পশ্চিমের একটি শহরে গড়ে ওঠে এই চক্রের মূল নেটওয়ার্ক। তারা যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্য আর স্পেন ছাড়াও ইউরোপের দেশ গ্রিস, অস্ট্রিয়া, ব্রিটেন, ডেনমার্ক, ইউক্রেন, জার্মানিসহ ১৫টি দেশে অবৈধভাবে মানুষের কার্ড ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতো।
দেড় কোটি ইউরোর বেশি তারা এরই মধ্যে আত্মসাৎ করেছে। রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডসহ বিভিন্ন দেশে রয়েছে এমন চক্রের সহযোগীরা।