বিপন্ন প্রজাতির সোনালি বানর

০৫ ফেব্রুয়ারী ২০২১

সম্প্রতি চীনের ইউনান প্রদেশের মাংশী শহরে সংরক্ষিত একটি বনাঞ্চলে আবারও দেখা মিলেছে বিপন্ন প্রজাতির সোনালি বানরের।

মায়ের কোলে বিরল ফয়ের লেঙুর প্রজাতির এ বানরের একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বনাঞ্চলটিতে এ প্রজাতির অন্তত ১১টি বানের দেখা মিললেও, এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফয়ের লিফ বা ফয়ের লেঙুর প্রজাতির এই বানর প্রাকৃতিকভাবেই বংশবিস্তারে সক্ষম। জন্মের সময় এরা সোনালি বর্ণ ধারণ করলেও, বড় হতে হতে এ রং রূপ নেয় ধূসর ও কালোতে। মাংশীতে ফয়ের লিফ প্রজাতির অন্তত ৪শ’ বানর রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


মন্তব্য
জেলার খবর