গ্রেফতার তিন

বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

০৫ ফেব্রুয়ারী ২০২১

নড়াইল সংবাদদাতা

নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার উথলি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীকে রাতেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হচ্ছে- নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখ।তাদের বাড়ি একই এলাকায়, একে অপরের বন্ধু ও সবাই ভুক্তভোগীর পরিচিত। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, ঘটনাটি ভুক্তভোগীর বাড়ির পাশেই ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী জ্ঞান হারালে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভূক্তভোগী বাড়িতে ফেরে ও ঘটনাটি স্বজনদের জানায়।তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় নিশান শেখ।

 

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনার রাতেই ভূক্তভোগীর বাবা পাঁচজনের নামে মামলা করেছেন।মামলায় গ্রেফতারকৃতদের বাইরে অজ্ঞাতনামা দুইজন আসামি করা হয়েছে।

 

এফকে/এমআই

 

 

 


মন্তব্য
জেলার খবর