গত দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) দেশে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ১২ জন নিহত এবং ১ হাজার ১৪৬ জন আহত হয়েছেন। এ সময়ে নৌপথে দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং রেলপথে দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। রেলপথে আহত হয়েছেন ছয় জন। শনিবার (৫ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, জানুয়ারি মাসে ৪৩১টি ও ফেব্রুয়ারি মাসে ৪১৭টি মিলে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৮৪৮টি। জানুয়ারি মাসে ৫৪৩ জন ও ফেব্রুয়ারি মাসে ৪৬৯ জন। আর নৌপথে ১২টি ও রেলপথে ২৬টি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ১৪৩ জন এবং শিশু ১৩০টি। দেশের সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ ২ মাসে দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ দশমিক ১৫ জন নিহত হয়েছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনা বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ, তবে প্রাণহানি কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ।
সংগঠনটি বলছে, সড়ক দুর্ঘটনা ঘটার পেছনে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যস্থাপনা দায়ী। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারি কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, এমনকি সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নেও সংশ্লিষ্টদের কোনো আগ্রহ নেই। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
এমকে