আমেরিকা ফিরে এসেছে : বাইডেন

০৬ ফেব্রুয়ারী ২০২১

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমেরিকা ইজ ব্যাক”।  অর্থাৎ আমেরিকা আবার ফিরেছে। প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন বাইডেন। সেখানেই এই ঘোষণা দেন তিনি। গত চার বছরে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামানায় আমেরিকার যে ‘অবনতি’ হয়েছে তা পুষিয়ে নিতে হবে। 

বাইডেন এর সমাধানে দু’টি পদক্ষেপের কথা বলেছেন, প্রথমত রাশিয়ার কথা মেনে নেওয়া যাবে না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসী নীতি মেনে নেওয়ার মনোভাব ছাড়তে হবে। দ্বিতীয়ত, মার্কিন অর্থনীতিকে যেভাবে প্রভাবিত করার চেষ্টা করছে চীন, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা, আমেরিকার কাছে তার জবাবদিহি করতে হবে।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর