ইয়েমেন আগ্রাসনে সমর্থন দেবে না বাইডেন

০৬ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক অভিযানের পক্ষে ওয়াশিংটনের সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। বিশ্বব্যাপী কূটনীতি, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শন ও সেখানে কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বাইডেন এ কথা বলেন।

রয়টার্স ও দ্য গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর