সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

০৬ ফেব্রুয়ারী ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাকিবের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এই অঙ্ক নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। সাকিবসহ আর মাত্র দশজন ক্রিকেটার এই মূল্যে নাম নিবন্ধন করেছেন।

তালিকায় বাকিরা হলেন- কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

টাইমস নাও


মন্তব্য
জেলার খবর